ওসমান হাদি ও জাতীয় কবির কবর জিয়ারত করলেন তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২১
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ চত্বরে গিয়ে কবর জিয়ারত করেন তিনি। এসময় ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মোনাজাত করেন।
ওসমান হাদির কবর জিয়ারতের পর পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তারেক রহমান।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে ছিলেন।এর আগে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে বের হন তারেক রহমান।
এদিকে হাদির কবর জিয়ারত শেষে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা থাকলেও সেখানে এখন জুলাই গণঅভ্যুত্থানে আহত কেউ না থাকায় সেই কর্মসূচি বাতিল করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত