কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল  

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭ |  আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮

ফুলের সৌন্দর্য আর সুবাস মুগ্ধ করে সবাইকে। ফুলকে ভালবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া ভার। পৃথিবীতে এক এক ফুল এক এক রকমের সৌন্দর্য এবং শুবাস বহন করে। কিছু ফুল রয়েছে যেগুলো সৌন্দর্য গুণে সকলকে মুগ্ধ করে আবার কিছু ফুলের সৌন্দর্য আড়ালে লুকিয়ে থাকে। আবার কিছু ফুল দেখতে তেমন আকর্ষনীয় না হলেও এদের অনেক ভেষজগুন রয়েছে। পৃথিবীতে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ফুল রয়েছে। সেই রকম একটি বৈচিত্র্যময় ফুল রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ^র গ্রামে প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক সারওয়ার আলম মুকুল এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল। দেশে বিভিন্ন রকমের কচু পাতার রঙের বাহার রয়েছে। বাহারি রং এর সৌন্দর্য্য বর্ধনকারী কচু গাছ। প্রকৃতির এক অসাধারণ দান সবুজ পাতায় সাদা রঙ্গের পাপরি আর লাল রঙের ফলের মতো ফুটেছে ফুলটি। লাল সাদা বিশিষ্ট ফুলটি দেখতে বেশ চমকপ্রদ। মোট ৫টি পাঁপডি ও দুথাকে লাল বৃত্তকার ফলের মতো এই ফুলটি। ফুলটি ফোটার পর আশেপাশের অনেকেই দেখতে এসে বলেন বিরল প্রজাতির এই ফুলটি আর কখনও দেখে নাই। সচারচর এমন ফুল তেমন কোথাও একটা দেখতে পাওয়া যায় না। ফুল দেখতে অনেকটা লম্বাটে তারা আকৃতির। ফুলটি ফোটার পর এর ৫টি পাঁপড়ি এমনভাবে সুসজ্জিত যেন ঠিক একটি ফুটন্ত লাল তারা। ফুলটি ফোটার পর এর রং এবং গন্ধ বুলবুলি পাখিদের প্রবলভাবে আকৃষ্ট করে। এটা দেখতে অনেকটা ফলের মতো। অনেকে বলেছেন এটি বুনো কচু ফুল। সাধারনত খাবার উপযোগী জোত গুনলোর মধ্যে মুখীকচু, পোদ্ভে কচু, পঞ্চ মুখী কচু, ওলকচু, দু ধকচু, মোকচু, ইত্যাতি। পাতা বাহার কচু খাওয়ার উপযোগি নয়। কচুপাতা বাহার ফুল বলতে সম্ভবত 'পাতা বাহার' বা Caladium (ক্যালাডিয়াম) গাছকে বোঝানো হয়। যা তার রঙিন ও আকর্ষণীয় পাতার জন্য বিখ্যাত। তবে এই জাতের কচু পাতা বাহার এর ফুল সাধারণত তেমন নজরে পরে না। কচু বাহারি পাতা ফুলটি ফোটার পর বাড়ির উঠানে শোভাময় উদ্ভিদ হিসেবে পরিচিতি পেয়েছে। যা বাগান বা ঘরের সৌন্দর্য বৃদ্ধি করেছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত