নিউইয়র্কে এস. এস.সি- ৮৩ গ্রুপের আনন্দ আয়োজন বনভোজন অনুষ্ঠিত

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৭:৩০ | আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১১:১৭

সম্প্রতি হ্যাম্পস্টেড লেক স্টেট পার্ক-এ এক অসাধারণ পিকনিক সম্পন্ন হয়। সারাদিন বন্ধুদের সঙ্গে আড্ডা, রান্নাবান্না, খেলাধুলা আর নানা রকম সুস্বাদু খাবার উপভোগ করে সত্যিই মনে হলো দিনটা বিশেষভাবে আনন্দময় ছিল। বন্ধু এবং তাদের পরিবারদের সঙ্গে এই দিনটি কাটানো সবার জন্যই ছিল অত্যন্ত আনন্দের -সবার উপস্থিতি এই দিনটিকে স্মরণীয় করে তুলেছে। নানা সুস্বাদু খাবার আর আনন্দ আয়োজনের মাধ্যমে দিনব্যাপী সকলেই উপভোগ করে। বন্ধু আজিজের রান্না করা খাবার তৈরীতে সহায়তা করেন ইকবাল।রনি ও গিয়াস। এছাড়াও যারা সারাদিনের অনৃষ্ঠানকে সফল করে তোলেন তাদের মধ্যে আছেন স্বপন, আতিক, মনজু, কামাল, লাডলা, নাঈম, মিরাজ, পাপ্পু, কৌশিক, , মুসা, গিয়াস, জহির, আনিস, দেব, হিমু, অ্যানি, জামান, বাদল, মনির, এবং সকল প্রিয় ভাবী ও আরও অনেককে, যারা এই দিনে অংশগ্রহণ করে দিনটিকে আনন্দময় করে তুলেছে। প্রত্যেকের অবদানেই এই দিনটি সুন্দরভাবে উদযাপিত হয়েছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত