নরসিংদীতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ স্ত্রী ও এক সন্তানের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৩:৪২ | আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:০৭
নরসিংদীর সদর এলাকায় স্বামীর দেওয়া পেট্রোল বোমার আগুনে দগ্ধ রিনা বেগম (৩৬) ও তার ছেলে ফরহাদ (১৫) মারা গেছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল পৌনে দশটায় চিকিৎসাধীন অবস্থায় রিনা বেগম এবং দুপুর সাড়ে ১২টায় ফরহাদ মারা যায়।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, নরসিংদী এলাকা থেকে এক নারী ও তার দুই সন্তানকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে রিনা বেগমের শরীরের ৫৮ শতাংশ, তৌহিদের শরীরের ১৬ শতাংশ এবং ফরহাদের শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।
তিনি আরো জানান, রিনা বেগমের স্বামী করিম পেট্রোল বোমা দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে তারা তিনজন দগ্ধ হন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরের দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা হাসপাতালের এইচডি ইউনিটে ভর্তি ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত