নন্দীগ্রামে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকাসেবা ব্যাহত

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ১৭:২৬ | আপডেট : ৫ অক্টোবর ২০২৫, ০২:৪০

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ষোষিত কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামেও গত বুধবার থেকে অনিদিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন স্বাস্থ্য সহকারীরা।
শনিবার (৪ অক্টোবর) সকালে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা। সেসময় বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি ময়নুল হক ফটিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম, সহকারী স্বাস্থ্য পরির্দশক শাহনাজ পারভিন, স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান, রাবেয়া খাতুন, ফরহাদ হোসেন, খায়রুল ইসলাম ও আকরাম হোসেন। এ ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, আমরা বারবার শুধু আশার বাণী শুনেছি, কিন্তু কোনো বাস্তব পদক্ষেপ পাইনি। এবার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরবো না। তাদের মুল দাবি হলো, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা ভিত্তিক বা সমমান সংযোগ, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদান। পাশাপাশি পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান। এর আগে গত ২৮ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করে কর্মবিরতির ঘোষণা দেন তারা। এ কর্মবিরতির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। যার কারণে অনেক মা ও শিশু নির্ধারিত সময়ে টিকা গ্রহণ করতে পারছে না।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত