দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ১৭:০৭ |  আপডেট  : ৫ অক্টোবর ২০২৫, ০০:৫৩

বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলের পাঁচ জেলায় ৩ দফা দাবিতে পরিবহন ধর্মঘট সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল করেছে আন্তজেলা বাস মালিক সমিতি। শনিবার (৪ অক্টোবর) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টারমিনাল থেকে মিছিল শুরু হয়ে বাগেরহাট খুলনা মহাসড়কের ট্রফিক মোড় প্রদক্ষিণ শেষে বাস টারমিনাল প্রাঙ্গণে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তৃতা করেন বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান মিনা, সহ-সভাপতি জিয়াউদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মীনা মতিউর রহমান, সহ সম্পাদক মোঃ আঃ খালেক মোড়ল, সড়ক সম্পাদক নাছিম আহমেদ শাকিল প্রম‚খ।

মালিক সমিতির দাবি গুলির হলো বিআরটিসির অনুমোদনহীন অবৈধ কাউন্টার বন্ধ, মহাসড়কে রুটপারমিটবিহীন পরিবহন ও অবৈধ নছিমন-করিমন চালচল বন্ধে। এই দাবিগুলো বাস্তবায়নের জন্য ৫ জেলার ৭টি বাস মালিক সমিতি আগামী ৬ অক্টোবর থেকে অনির্দিষ্টি কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত