তেঁতুলিয়ায় ইউনিয়ন বিএনপির ৪১ জন নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ১৮:৪৭ | আপডেট : ৫ অক্টোবর ২০২৫, ০১:১৭

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাইবুল ইসলাম সহ ৪১ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার ( ৩ অক্টোবর) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত দলীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এসময় জামায়াতের পক্ষ থেকে নতুন যোগদান কারীদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে সাংগঠনিক বই তুলে দেওয়া হয়। যোগদানকারীদের মধ্যে একজন পদধারী বিএনপি নেতা, ২০ জনের মত বিএনপির কর্মী-সমর্থক ও বাকীরা ব্যবসায়ী, সাধারণ মানুষজন বলে জানা গেছে।
শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হোসাইন। নাইবুল ইসলাম তিরনইহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির চলতি কমিটির সাধারণ সম্পাদকের দ্বায়িত্বে ছিলেন। এছাড়া তিনি রনচন্ডি ঈদগাঁহ কমিটির সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
এদিকে, বিএনপি নেতা সহ ৪১ জনের জামায়াতে ইসলামীতে যোগদানের একাধিক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।যদিও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন এঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে বিএনপি নেতা নাইবুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার কথা জানান।
যোগদান অনুষ্ঠানে তিরনইহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হোসাইন, পঞ্চগড় শহর শাখার সেক্রেটারী এ্যাডভোকেট মো. নাসির উদ্দীন, তেঁতুলিয়া জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল হাকিম, সেক্রেটারী মো. হাবিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তেঁতুলিয়া উপজেলা সেক্রেটারী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।এসময় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতে ইসলামীর আমির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হোসাইন বলেন, বিএনপি নেতা নাইবুল ইসলাম সহ ৪১ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভালবেসে ইসলামের খেদমত করার জন্য সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় যোগদান করেছেন। যাদের মধ্যে বিএনপির কর্মী, সমর্থক, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ রয়েছেন। আল্লাহ তায়ালা সবাইকে দ্বীনের খেদমতে কবুল করুন।
তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, আসলে নাইবুল ইসলাম ওয়ার্ড বিএনপি নেতা। বাকীরা বিএনপির কেউ না। আমরা তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
নাইবুল ইসলাম বলেন, আমি নব্বই দশক থেকে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত ছিলাম। তবে নিজেকে দ্বীনের পথে পরিচালিত করতেই জামায়াতে ইসলামীতে যোগদান করেছি সম্পূর্ণ নিজের ইচ্ছায়। আমার সাথে অনেকে যোগ দিয়েছে। কেউ আমাদের কোন চাপ প্রয়োগ করেনি। আমি আমার পদত্যাগপত্র ইউনিয়ন বিএনপির সভাপতি আমান আলীর বরাবরে সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীনের হাতে শুক্রবার জমা দিয়েছি। পরে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত