পঞ্চগড়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশ: ৪ অক্টোবর ২০২৫, ১৭:০৪ | আপডেট : ৫ অক্টোবর ২০২৫, ০০:০১

পঞ্চগড়স্থ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ও সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে আজ শনিবার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে পঞ্চগড় শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন শিশু বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আফরোজা বেগম রীনা, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মকবুল হোসেন ও জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মী শহীদুল ইসলাম শহীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সমকাল সুহৃদ সমাবেশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে সাদেকা সুলতানা, কৃতি শিক্ষার্থীদের মধ্যে বুয়েটের মুনাওয়াত, হাবিপ্রবির আমিনা আশরাফী, ঢাবির শতাব্দী রায় বক্তব্য দেন।
ক্রিয়েটিভ আইটি ও পঞ্চগড় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবু হিরনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসনা হেনা মন ও মাফরুহা বেনিস।
অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৭৪ জন কৃতি শিক্ষার্থী ও ৪৮ তম বিসিএস পরীক্ষায় মেডিকেল অফিসার হিসেবে সুপারিশকৃত ৮ জনকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেককে গোলাপ ফুল ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত