নন্দীগ্রামে দুই মাদক সেবনকারীকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫, ১৬:৫৯ | আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০০:১২

বগুড়ার নন্দীগ্রামে দুই মাদক সেবনকারীকে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার 'খ' সার্কেল সান্তাহারের একটি অভিযানিক টিম নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের ইছবপুর সড়কপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইছবপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে জোবারত আলী প্রামাণিক ওরফে জবা (৬৫) ও গুন্দইল গ্রামের জহুরুল ইসলামের ছেলে ইব্রাহীম আলী (২০) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে।
এরপর সেখানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। আর তাদের নিকট থেকে উদ্ধারকৃত গাঁজাগুলো ধ্বংস করে দেওয়া হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার 'খ' সার্কেল সান্তাহারের পরিদর্শক আসলাম আলী মন্ডল। পরে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। জানতে চাইলে তিনি বলেন, নন্দীগ্রাম উপজেলায় মাদক নির্মূলে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত