নন্দীগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ২০:৫৯ | আপডেট : ৯ জানুয়ারি ২০২৫, ১৪:০৮
বগুড়ার নন্দীগ্রামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১১ এপ্রিল) বিকেল ৫ টা ২০ মিনিটে থানা পুলিশ উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রাম হতে ১০ পিস এ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেটসহ দারিয়াপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আরিফুল ইসলাম (৩৪) কে গ্রেপ্তার করে।
অপরদিকে রাত ৯ টা ১০ মিনিটে থানা পুলিশ নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের ওমরপুর বাজারে অভিযান চালিয়ে নন্দীগ্রাম কলেজপাড়ার নুরুল ইসলামের ছেলে ইমরান শেখ বিপ্লব (৪২) কে ১০ পিস এ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, দুই আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত