নতুন গানের পুরো টাকা বন্যাদুর্গতদের দিবেন মনির খান
প্রকাশ: ২২ জুন ২০২২, ১১:০২ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ১৬:৩৭
বন্যায় দুর্বিষহ জীবন যাপন করছে সিলেট, সুনামগঞ্জসহ বেশ কয়েকটি জেলার মানুষ। পানিবন্দী এমন মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্র ও টেলিভিশনের তারকারা। এগিয়ে এসেছিলেন সংগীত অঙ্গনের অনেকে। পাঁচ দিন ধরে সারা দেশের মতো বিনোদন অঙ্গনের তারকাদেরও ছুঁয়েছে সিলেটের বন্যাকবলিত মানুষের কান্না। এবার সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন কণ্ঠশিল্পী মনির খান।
মনির খান তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে গোটা সিলেট বিভাগ আজ পানিবন্দী অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছে। বানভাসি মানুষের স্পর্শকাতর এই দৃশ্য বিভিন্ন মাধ্যমে দেখে আমার হৃদয়ে ভীষণভাবে নাড়া দিয়েছে। আমি অত্যন্ত আবেগাপ্লুত ও মর্মাহত হয়েছি। দেশের নেতৃস্থানীয় অনেকেই বানভাসি এই মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমি একজন সংগীতশিল্পী হিসেবে তাঁর সামান্য অংশীদার হতে চাই।’
বেশ কয় বছর ধরে মনির খান তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলে নিজের গানগুলো প্রকাশ করেন। মঙ্গলবার বিকেল পাঁচটায় তাঁর গাওয়া ‘দুঃখ রাখার জায়গা’ শিরোনামে একটি গান প্রকাশিত হবে। গানটির কথা ও সুর মিল্টন খন্দকারের। মনির খান স্ট্যাটাসে লেখেন, ‘গানটি থেকে প্রাপ্ত অর্থ সিলেটে বানভাসি মানুষের কল্যাণে প্রদান করা হবে। আমি স্বশরীর সিলেটে পানিবন্দী মানুষের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করব। সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয় অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ বলে। তবে পর্যাপ্ত অর্থ থাকলেও তা সব সময় যথাযথ কাজে আসে না, খাবার ও বিশুদ্ধ পানির সংকট সে কথাই আজ জানান দিচ্ছে।’
সিলেট বিভাগের বেশির ভাগ এখনো বন্যাকবলিত। এসব অঞ্চলের মানুষের জনদুর্ভোগ চরমে। এসব বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিনোদনজগতের তারকারা। তহবিল গঠন ও সহায়তায় এগিয়ে এসেছেন শাকিব খান, জয়া আহসান, আসিফ আকবর, তাহসান খান, লিংকন, মাসুদ হাসান উজ্জ্বল, অপূর্ব, সাইমন সাদিক, বাপ্পী চৌধুরী, মেহজাবীন, আফরান নিশো প্রমুখ। তাঁরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। ভক্তদের কাছে অর্থসহায়তা পাঠানোর মুঠোফোন নম্বর দিয়ে দুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে আসিফ তাঁর ফেসবুকে পেজে লেখেন, ‘১৯৮৮ ও ১৯৯৮-এর মতো এবারের বন্যাও ভয়াবহ রূপ ধারণ করছে। অস্থির লাগছে। সিদ্ধান্ত নিয়েছি সাধ্যানুযায়ী বন্যার্ত মানুষের পাশে থাকব। আপনিও প্রস্তুত থাকুন।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত