দেড় মিনিটের ঘূর্ণিঝড়ে শেষ বিধবার ঈদ

  মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি:

প্রকাশ: ৩ মে ২০২২, ১৬:৩৪ |  আপডেট  : ২ জানুয়ারি ২০২৫, ১৯:৫০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে দেড় মিনিটের ঘূর্ণিঝড়ে শেষ বিধবার ঈদের আনন্দ। মঙ্গলবার (৩ মে) সাড়ে নয়টার সময় দেড় মিনিটের ঘূর্ণিঝড়ের এক  বিবাধবার ঘর দুমরেমুচরে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ঈদের নামাজ শেষে হঠাৎ চার দিকে অন্ধকার হয়ে আসে। শুরু হয় ঘূর্ণিঝড় এতে জবেদা বেগম (৬৫) এর ঘর দুমরেমুচরে যায়। জবেদা বেগমের স্বামী প্রায় ১৬ বছর আগে মৃত্যুবরণ করেন গনোরিয়া রোগে। বড় ছেলে আলাদা বাড়িতে থাকে তার সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। অপর ছেলে ঢাকা থাকে মায়ের খোঁজ খবর নেয় না । এক মেয়ে বিবাহের পরে ঢাকায় গার্মেন্টস কর্মী।

এই বিষয়ে বিধবা জবেদা বেগম (৬৫) মরিচের মৌসুমে মরিচ তুলে বর্ষার দিনে পাট কাটি তুলে ভাইদের সহযোগিতায় সংসার চলে। এখন ঈদের দিনে ঘূর্ণিঝড়ের আমার ঘর ভেঙ্গে গেছে। এখন যে করবো আল্লাহ্ জানে!

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন বলেন, ঈদের দিনে এমন একটি ঘটনা খুবই দুঃখজনক। ঈদ পরবর্তী অফিস খুললে আমরা অসহায় পরিবার কে ঘর উত্তোলনের জন্য সাহায্য করবো।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত