দেশে করোনায় দৈনিক শনাক্ত বেড়েই চলেছে, বেশির ভাগই ঢাকার

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ জুন ২০২২, ২০:৪৭ |  আপডেট  : ২৫ এপ্রিল ২০২৪, ১৯:৫৩

দেশে করোনায় দৈনিক শনাক্ত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু না হলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। এই নিয়ে দেশ টানা ১৪ দিন করোনায় মৃত্যুহীন থাকলেও গত ১০দিন যাবৎ বেড়েই চলেছে নতুন শনাক্ত।  গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১২৮ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১১৪ জন, গাজীপুরে ১, মানিকগঞ্জে ১, নারায়ণগঞ্জে ২, নরসিংদী ১, চট্টগ্রামে ৫, কুমিল্লায় ২ ও বগুড়ায় ২ জন রয়েছেন। 

একনজরে গত ১০ দিন করোনায় শনাক্তের সংখ্যা:
গতকাল (১২ জুন) ১০৯ জন, ১১ জুন ৭১ জন, ১০ জুন ৬৪, ৯ জুন ৫৯ জন; ৮ জুন ৫৮ জন; ৭ জুন ৫৪ জন; ৬ জুন ৪৩ জন; ৫ জুন ৩৪ জন; ৪ জুন ৩১ জন এবং ৩ জুন ২৯ জন নতুন শনাক্ত হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৩৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৬৮৮টি নমুনা। শনাক্তের হার ১.৯১ শতাংশ। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৪৬২টি। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ। আর সুস্থতার হার ৯৭.৫০ শতাংশ। আর শনাক্তের মধ্যে শতকরা মৃত্যুর হার ১.৪৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে ভাইরাসটি আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যান বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

ঢাকা, ১৩ জুন, ২০২২ (বাসস) : ২০২২ সালে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহকে নির্ধারিত তারিখে দ্রুত বিমান টিকিট বুকিং নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা  দেয়। 
 
এতে বলা হয়েছে, ১২ জুন ১টি মাত্র ফ্লাইটে আসন সংখ্যা-৩৯৫টি, এর মধ্যে খালি সিট রয়েছে ৯৬টি এবং ফিরতি ফ্লাইট ১৮-১৯ জুলাই। ১৪ জুন ১টি ফ্লাইটে আসন সংখ্যা-৩৯৫, এর মধ্যে খালি সিট রয়েছে ১৫৮টি এবং এর ফিরতি ফ্লাইট-১৮-১৯ জুলাই। ১৭ জুন ৪টি ফ্লাইট রয়েছে যার মোট আসন সংখ্যা ১ হাজার ৫৭২টি, এ পর্যন্ত ফ্লাইটগুলোতে খালি সিট রয়েছে-৬১৪টি এবং এসব ফ্লাইট ফিরবে ১৮-২০ জুলাই। ১৮ জুন ফ্লাইট রয়েছে ৪টি যাতে মোট আসন-১ হাজার ৫৯৬টি, এরমধ্যে খালি সিট রয়েছে ১ হাজার ৫৫৭টি, এসব ফ্লাইট ১৮-২১ জুলাই ফিরবে। ১৯ জুন ফ্লাইট সংখ্যা-৪, মোট আসন-১ হাজার ৬০৪, খালি সিট-১ হাজার ৪১৩, ফিরতি ফ্লাইট ১৮-২১ জুলাই। সর্বশেষ ২০ জুন ফ্লাইট সংখ্যা-৩টি, এর আসন সংখ্যা-১ হাজার ৫৯৬টি খালি সিট-১ হাজার ৫৫৭টি  রয়েছে এবং ১৮-২১ জুলাই এসব ফ্লাইট দেশে ফিরবে।

উল্লেখ্য, সরকারের সাথে চুক্তি মোতাবেক সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবছর ২৩ হাজার ৫৪৫ জন হজযাত্রী বহন করবে। এদিকে ধর্ম মন্ত্রণালয়ের অপর এক প্রজজ্ঞাপনে বলা হয়েছে, এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনাধীন ১২ বছরের নিচে হজযাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিনের প্রয়োজন হবে না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত