ঢাকা পাওয়ার গ্রিড প্রকল্প পাচ্ছে অতিরিক্ত ১৫৫ কোটি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ | আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৫৫
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) আওতাধীন ‘ঢাকা-চট্টগ্রাম মেইন পাওয়ার গ্রিড স্ট্রেনথেনিং’ শীর্ষক প্রকল্পে অতিরিক্ত ১৫৫ কোটি টাকা অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন। সংশোধিত এডিপির ৮টি অঙ্গে এই অতিরিক্ত অর্থ দেওয়া হয়েছে।
সম্প্রতি পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সিনিয়র সহকারী প্রধান মো. রবিউল হাসান বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের কাছে এ চিঠি পাঠান।
চিঠিতে জানানো হয়, বিদ্যুৎ বিভাগের আওতায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) আওতায় বাস্তবায়ন হওয়া ‘ঢাকা-চট্টগ্রাম মেইন পাওয়ার গ্রিড স্ট্রেনথেনিং’ প্রকল্পের আরডিপিপিতে (সংশোধিত এডিপি) ৮টি অঙ্গে প্রাক্কলিত অর্থের চেয়ে অতিরিক্ত মোট ১৫৪ কোটি ৫৬ লাখ টাকা সংস্থান ও ব্যয়ের বিষয়ে পরিকল্পনা কমিশন শর্ত সাপেক্ষে অনুমোদন করেছে।
চিঠিতে জানানো হয়, পরবর্তী সময়ে যথাসম্ভব দ্রুততার সঙ্গে প্রকল্প সংশোধন কিংবা আন্তঃঅঙ্গ ব্যয় সমন্বয় করে বিষয়টি প্রতিপালন করতে হবে এবং অতিরিক্ত অর্থ ব্যয়ের ক্ষেত্রে বিদ্যমান আর্থিক বিধি-বিধানসহ ‘পিপিএ-২০০৬’ ও ‘পিপিআর-২০০৮’ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত