ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবনে চলছে স্বাস্থ্যসেবা

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ১৭ জুন ২০২২, ২০:১৪ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ২১:২৫

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার একটি পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্য সেবা। দূর্ঘটনার আশঙ্কা নিয়েও আতঙ্কিত রোগীরা বাধ্য হচ্ছে স্বাস্থ্য সেবা নিতে। রয়েছে এসব কেন্দ্রে জনবল সংকট। 

   খাউলিয়া ইউনিয়নে ৩৯ বছর পূর্বে ১৯৮২ সালে স্থাপিত হয় এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এ কেন্দ্রটি । এটি দীর্ঘ এক যুগ ধরে চলছে এ ঝুঁকিপূর্ণ ভবনে স্বাস্থ্য সেবা কার্যক্রম। ভবন নির্মানের মাত্র ১০ বছরের মাথায় ছাদের সংষ্কার করা হলেও বর্ষা এলেই ছাদ থেকে পানি পড়ে। ছাদে আগাছা জন্মেছে। প্রতিটি কক্ষ থেকে পলেস্তরা খসে খসে পড়ছে। বাথরুমের দরজা-জানালা জরাজীর্ণ। ব্যবহারে অনুপযোগী। এ কেন্দ্রের পাশর্^বর্তী একটি ভবন গত বছর সংস্কার করা হলেও এখনও পর্যন্ত হস্তান্তর করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। ২০০৮ সাল থেকে এ কেন্দ্রে উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারের পদ শূণ্য রয়েছে। ডেপুটেশনে রয়েছে  উপ সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো. আসলাম হোসেন। এ কেন্দ্রে অন্য যারা রয়েছে তারাও অনিয়মিত। 

 স্বাস্থ্য সেবা মানুষের দোঁড় গোঁড়ায় পৌছে দিতে প্রতি ইউনিয়নে নির্মিত হয়েছে এসব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। কিন্তু কম বেশি ঝুঁকি নিয়ে প্রতিটি কেন্দ্রেই চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম। রয়েছে জনবল সংকট। স্বাস্থ্যসেবা নিতে আসা একাধিক রোগী বলেন, চিকিৎসা নিতে এসে ভয়ে থাকতে হয়। কখন মাথার উপর পলেস্তরা ধসে পরে। 

   এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন বলেন, খাউলিয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ঝুঁকিপূর্ন ভবনটির বিষয় উর্ধতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পাশের একটি ভবন সংস্কার করা হলেও হস্তান্তর হয়নি। হস্তান্তার পেলেই ওই ভবনে চলবে সেবা কার্যক্রম।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত