জামালপুরের নান্দিনায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ০৬:৪২

স্বস্ত্রীক সড়ক দুর্ঘটনায় নিহত রাজ আহমেদ

 

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর সদরের নান্দিনার অদূরে মহেশপুর কালিবাড়ী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রাজ আহমেদ (৩২) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।

রাজু আহমেদ নান্দিনা মহারাণী হেমন্ত কুমারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০০৯ এর শিক্ষার্থী। এবং জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ৪০ তম বিসিএস ক্যাডার ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন। নিহতের বাড়ী নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন এলাকায়। তিনি ওই এলাকার অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা মৃত লিয়াকত আলীর পুত্র ছিলেন।

এদিকে উক্ত সড়ক দুর্ঘটনায় নিহতের স্ত্রী সাদিয়া আক্তার (২৪) গুরুতরভাবে আহত হয়েছেন। তাকে জামালপুর এমএ রশিদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামালপুর শহরে একটি ভাড়া বাসায় তারা উভয়ে থাকতেন।

রাজু গত বছর দুয়েক আগে জামালপুর সরকারী জাহেদা সফির মহিলা কলেজে প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং তার স্ত্রী সাদিয়া আক্তার জামালপুর পৌর শহরে বেলটিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন। গত এক বছর আগে তারা বিয়ে করেন।

স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে মোটরসাইকেল চালিয়ে নিহত রাজু আহমেদ তার স্ত্রী সাদিয়াকে সাথে নিয়ে লাহিড়ীকান্দা এলাকায় যায়। সন্ধ্যায় মটরসাইকেলযোগে জামালপুর ফিরছিলেন তারা। মহেশপুর কালিবাড়ী এলাকায় পৌছলে মটসাইকেলের পিছন থেকে তার স্ত্রী সাদিয়া আক্তার পড়ে যান। পিছনে তাকিয়ে দেখেন সাদিয়া পড়ে গেছে। এতে রাজু মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন এবং রাস্তার পাশে একটি গাছের সাথে প্রচন্ড ধাক্কা খায়।

সেখান থেকে উদ্ধার করে তাদের জামালপুর এমএ রশিদ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রাজু আহমদকে মৃত ঘোষণা করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তাছাড়া বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

অপরদিকে শনিবার রাত ১০টার দিকে এ্যাম্বুলেন্সযোগে রাজুর মরদেহ তার গ্রামের বাড়ী নান্দিনায় পৌছানো হলে পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন। মুর্হুতের মধ্যে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

আজ রোববার ২৯ ডিসেম্বর বেলা ১১টায় নিহত রাজুর জানাজা নান্দিনা নেকজাহান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত