জাতীয় মৎস্য পদক সম্মানে ভূষিত হলেন উপজেলা টাস্কফোর্স, লৌহজং
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ১৭:১৫ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ০৭:২৬
মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ “জাতীয় মৎস্য পদক”-২০২৩ গ্রহণ করলেন উপজেলা টাস্কফোর্স, লৌহজং।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে ঢাকায় ওসমানি স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত “জাতীয় মৎস্য সপ্তাহ”২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র হাত থেকে টাস্কফোর্স এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক গ্রহণ করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল।
উপজেলা টাস্কফোর্স মা ইলিশ সংরক্ষণ, দেশীয় মাছ রক্ষায় চায়না দুয়ারীসহ নিষিদ্ধ জাল বাজেয়াপ্ত করা, খাল খনন, জনসচেতনতা কর্মসূচি ইত্যাদি খাতে উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করায় সরকার টাস্কফোর্সকে এ সম্মানে ভূষিত করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত