জহির খানের পরিচালনায় একক নাটক "আমার বাড়ি মেঘের বাড়ি"
  বিনোদন ডেস্ক:
                                    
                                    প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১৩:৫০ | আপডেট : ৩ নভেম্বর ২০২৫, ১৯:৪৮
                                        
                                    সম্প্রতি নির্মিত হলো রাজধানী উত্তরায় একক নাটক "আামার বাড়ি মেঘের বাড়ি" রচনা- ডাঃ রিয়াদ আশরাফ পরিচালনায় জহির খান।
দুই ছেলে এক মেয়ে আর স্ত্রী নিয়ে ফজলে আলি র পরিবার বড় ছেলে রিয়াদ ইউনিভার্সিটি শেষ করে এখন চাকুরীর চেস্টা করছে ছোট ছেলে রাশেদ মেডিকেল এডমিশন এ ট্রাই করছে আর একমাত্র মেয়ে বিয়ে করে সংসার করছে। আজ ফজলে আলি আবসরে গেছেন অনেক টাকা পেয়েছেন এক সাথে রিয়াদের ইচ্ছে বাবা কিছু টাকা তাকে দিলে জব পেতে সুবিধা হতো মেয়ে চায় বাবা মেয়ে জামাই কে কিছু টাকা দিক মা চায় এই টাকা দিয়ে ছোট ছেলে কে প্রাইভেট মেডিকেল এ পড়াতে কিন্তু ফজলে আলি বলে দেয় সে কিছুই করতে পারবেন না কারন তার কাছে কোন টাকা নেই এ প্রশ্নের উত্তর খুজতে ই এগিয়ে যায় নাটকটি।
অভিনয় করেছেন এলেন শুভ্র, সামিয়া অথই ,আব্দুল্লাহ রানা, রিয়াদ আশরাফ, নুসরাত রুহী, সুজাত শিমুল, আহমেদ জিসান, দীপ দীপ্তি, সাহেলা আক্তার, ইশরাত জাহান, নাহার কনা, সহ অনেকে। নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার এর অপেক্ষায়।
- সর্বশেষ খবর
 - সর্বাধিক পঠিত