চীন থেকে আগতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১১:১২ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪

চীন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া মানুষদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র। চীন সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল।

এর আগে ইতালি, জাপান ও ভারত চীন থেকে আগতদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করে। তবে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া জানিয়েছে চীন ফেরতদের জন্য তারা কোনো করোনাবিধি আরোপ করছে না।

তিন বছর পর আট জানুয়ারি থেকে ভ্রমণ বিধি-নিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। তবে দেশটির ক্রমবর্ধমান সংক্রমণে উদ্বেগ বাড়ছে বিশ্বে। চলতি সপ্তাহে দিনে ৫০০০ হাজার করোনা সংক্রমণের ঘটনা ঘটছিল। তবে অনেকের ধারণা, এই সংখ্যা আরও বেশি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত