শ্রীনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৯ | আপডেট : ৮ এপ্রিল ২০২৫, ১৩:২৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আবু বক্কর সিদ্দিক(৩৫) নামে রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের পুটিমারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক উপজেলার পুটিমারা গ্রামের আব্দুস সালামের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার পুটিমারা গ্রামের মৃত রহমান খার ছেলে ফেরদৌসের একতলা বিল্ডিংয়ে রংয়ের কাজ করার জন্য ঝাড়ু দিচ্ছিল আবু বক্কর সিদ্দিক। এসময় বিল্ডিং ঘেঁষে পূর্ব পার্শ্বে থাকা ১১ হাজার ভোল্টের তারের উপর পড়লে দগ্ধ হয় নীচে পড়ে তার মৃত্যু হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, নিহতের পরিবার এব্যাপারে কোন মামলা মোকদ্দমা করবে না। আমরা পল্লিবিদ্যুৎকে বলবো যাতে দ্রুত ওখান থেকে কারেন্টের তার গুলো সরানোর ব্যবস্থা করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত