চীন থেকে আগতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

প্রকাশ : 2022-12-29 11:12:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চীন থেকে আগতদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

চীন থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া মানুষদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে যুক্তরাষ্ট্র। চীন সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল।

এর আগে ইতালি, জাপান ও ভারত চীন থেকে আগতদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করে। তবে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া জানিয়েছে চীন ফেরতদের জন্য তারা কোনো করোনাবিধি আরোপ করছে না।

তিন বছর পর আট জানুয়ারি থেকে ভ্রমণ বিধি-নিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। তবে দেশটির ক্রমবর্ধমান সংক্রমণে উদ্বেগ বাড়ছে বিশ্বে। চলতি সপ্তাহে দিনে ৫০০০ হাজার করোনা সংক্রমণের ঘটনা ঘটছিল। তবে অনেকের ধারণা, এই সংখ্যা আরও বেশি।