শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৬ | আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৬
প্রতিনিধিঃবগুড়ার শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, ফাইমা আক্তার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় বিভিন্ন সরকারি অফিসে গিয়ে বিএনপি, জামায়াত ইসলাম, নাগরিক ঐক্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সহ যেকোনো দলের নেতাকর্মীরা সরকারি কর্মকর্তাদের হুমকি-ধামকি,বিশৃঙ্খলা করার চেষ্টা করলে প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত