লৌহজং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১৮:০১ | আপডেট : ৮ এপ্রিল ২০২৫, ১৩:২৯

বৃহস্পতিবার সকাল ১১ টায় লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. কায়েসুর রহমান, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, লৌহজং প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু, পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. জাকির হোসেন, লৌহজং থানার উপপরিদর্শক মো.মনিরুজ্জামান, শিমুলিয়া (বিআইডব্লিউটিএ) বন্দরের অফিস সহকারী মোসলেহউদ্দিন প্রমুখ। সভায় বক্রারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খানবাড়ি বাসস্ট্যান্ডে একটি পদচারী সেতু নির্মাণ, অটোরিকশাচালকদের
নিয়ে সমাবেশ, শিমুলিয়া ঘাটের নিরাপত্তা ব্যবস্থাপনা ও পার্কিং মাঠে অননুমোদিতভাবে স্থাপিত দোকানপাট উচ্ছেদসহ নানা বিষয়ে আলোচনা করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত