চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ১, নিখোঁজ ২
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৬ | আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩২
চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজ `বাংলার জ্যোতিতে` আগুনের প্রাণ গেছে একজনের। নিখোঁজ রয়েছেন আরও দুইজন। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তেলবাহী জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দরের সচিব অফিসের ওমর ফারুক বলেন, জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালিকানাধীন। আগুন লাগার কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে। প্রাথমিকভাবে একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এছাড়া দুজন নিখোঁজ রয়েছেন।
বাংলার জ্যোতির মালিকানা প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ব বিএসসির এমডি কমডোর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজের সামনের অংশে আগুন লেগেছে। জাহাজে থাকা ১১ হাজার ৭শ` টন তেল সুরক্ষিত আছে।
তিনি আরও জানান, আমদানি করা তেল পরিবহন করে এই ট্যাংকারটি।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত