গাজায় হামলার প্রতিবাদে রাজধানীতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ১৪:১৩ | আপডেট : ৭ এপ্রিল ২০২৫, ১৭:২৯

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন ক্যাম্পাস প্রাঙ্গণ ও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
আজ সোমবার সকাল থেকে এসব কর্মসূচি পালন শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানান।
রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে তাঁরা ফিলিস্তিনের পক্ষে নানা স্লোগানও দিচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, ফিলিস্তিনে যা হচ্ছে তা সম্পূর্ণ যুদ্ধাপরাধ। অবিলম্বে এই গণহত্যা-হামলা বন্ধ করতে হবে। বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্তভাবে অবস্থান নিতে হবে। মুসলিম দেশগুলোকে একত্র হয়ে এই গণহত্যার প্রতিবাদে সামিল হতে হবে। যেসব দেশ ইসরাইলের হামলায় সহায়তা করছে তাদের বয়কটেরও আহ্বান জানান শিক্ষার্থীরা।
বাড্ডায় সড়কে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মিরপুর–১২ নম্বরে ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা। বারিধারায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ করেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা।
ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে শিক্ষার্থীদের স্লোগানে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধনে দেশের সকলকে একাত্বতা প্রকাশ করার আহ্বান জানিয়ে বিইউপি শিক্ষার্থীরা বলেন, শুধু মুসলমান নয়, এই প্রতিবাদ যেন হয় সর্বস্তরের জনগণের। একইসাথে ইসরায়েলি পণ্য বয়কট করার দাবি জানান তাঁরা।
এরআগে রোববার দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা-কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত