আটক হয়নি কেউ
গাইবান্ধার সুন্দরগঞ্জে পিকআপ বোঝাই ভিজিএফের চাল উদ্ধার

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:৩৫ | আপডেট : ১৭ মার্চ ২০২৫, ২৩:৪৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুস্থ-অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের একদিন পর বস্তা পাল্টিয়ে পিকআপে পাচারের সময় উদ্ধার করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও কেউ আটক হয়নি।
রবিবার (১৬ মার্চ) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মজুমদার বাজার এলাকায় চালবোঝাই পিকআপটি আটক করা হয়। স্থানীয়দের কাছে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান। এ সময় চালভর্তি পিকআপটি জব্দ করে থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশে স্থানীয় ব্যবসায়ী ছক্কু মিয়া ও মোস্তা মিয়ার গুদাম থেকে চালের বস্তাগুলো পিকআপে লোড করা হচ্ছিল। সে সময় স্থানীয়রা পিকআপ চালকের কাছে জানতে চাইলে তিনি চালগুলো লেংগাবাজারের চাল ও ধান ব্যবসায়ী মোস্তাফিজার রহমানের গুদামে নেবেন বলে জানান। কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় স্থানীয়রা চালবোঝাই পিকআপটি আটক করে উপজেলা প্রশাসন ও পুলিশে খবর দেয়।
ঘটনার সময় ব্যবসায়ী ছক্কু মিয়া ও মোস্তা মিয়া দাবি করে বলেন, ‘পরিষদ চত্বরে চাল বিতরণের পরপরই সুবিধাভোগীর অনেকেই চালগুলো তাদের কাছে বিক্রি করেন। পরে এসব চাল তাদের কাছ থেকে কেনেন লেংগাবাজারের ব্যবসায়ী মোস্তাফিজার রহমান। সেই চালের বস্তাগুলো পিকআপ ভর্তির পর আটক করেন স্থানীয়রা।’
তবে স্থানীয়দের অভিযোগ, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কঞ্চিবাড়ি ইউনিয়নের প্রায় ৬ হাজার দুস্থ-অসহায় মানুষের মাঝে শনিবার (১৫ মার্চ) দিনভর ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। কিন্তু এসব চাল সুবিধাভোগীদের কাছ থেকে ক্রয়ের দাবি করেন স্থানীয় ব্যবসায়ী ছক্কু ও মোস্তা। তবে কাগজ-কলমে মাস্টাররোল ঠিক থাকলেও চাল বিতরণে নয়ছয় হয়েছে। বিপুল পরিমাণের এসব চাল আত্মসাতে ওই দুই ব্যবসায়ীর সঙ্গে চেয়ারম্যান মনোয়ার আলমের গোপন আঁতাত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। পরে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে পিকআপ বোঝাই চাল আটক করে থানায় হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করাসহ যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। পিকআপে কী পরিমাণ চাল রয়েছে তা এখনো দেখা হয়নি। পুরো বিষয়টি উপজেলা প্রশাসন খতিয়ে দেখছে। তাদের সিদ্ধান্ত পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
তবে কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার বলেন, ‘আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কঞ্চিবাড়ি ইউনিয়নের ৫ হাজার ৮১৬ জন অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ পাওয়া যায়। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পরিষদ চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ও ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান খানের উপস্থিতিতে বরাদ্দ পাওয়া ভিজিএফের চালগুলো সুবিধাভোগী পরিবারের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ সম্পন্ন করা হয়েছে। বিতরণকৃত এসব চালের এক হাজার ১৬৩টি খালি বস্তা ইউনিয়ন পরিষদের গুদামে জমা রয়েছে।’
তিনি দাবি করেন, তার ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে কোনও অনিয়ম হয়নি। স্লিপ অনুযায়ী সব সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। এসব চাল নেওয়ার পর সুবিধাভোগী অনেকেই খোলা বাজার ও স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত