কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী রুমার বাড়িতে হামলা, বাগেরহাট ছাত্রদলের নিন্দা

  নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৯:৫৮ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৭:০১

বাগেরহাটের রামপালে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী সারমিন সুলতানা রুমার বাড়িতে হামলা, গাছপালা কেটে সাবাড় করে দেওয়া ও মৎস্যঘের কেটে দিয়ে আর্থিক ক্ষতি করার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা ছাত্রদল নেতৃবৃন্দ। শনিবার পাঠানো এক বিবৃতিতে তারা এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষীদের শান্তি দাবী করে জানান, উপজেলার সোনাতুনিয়া গ্রামের নিহত যুবদলের সভাপতি মো. আতিয়ার রহমানের হত্যা মামলার আসামিরা গত বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্যাতিতা ছাত্রদল নেত্রী রুমার গ্রামের বাড়িতে হামলা করে গাছপালা কেটে সাবাড় করে। এসময়ে তারা তার মৎস্যঘেরের বেড়িবাঁধ কেটে দিয়ে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি করে এবং তার মাতা সুলতানা বেগম কে ভয়ভীতি প্রদান ও হুমকি দেয়।

বিবৃতিদাতারা হলেন, বাগেরহাট জেলা ছাত্রদল সভাপতি গোলাম রসূল তরফদার নেওয়াজ, সাধারন সম্পাদক আলী সাদ্বাম দ্বীপ,সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, রামপাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম সোভন, সদস্য সচিব মো. রবিউল ইসলাম প্রমুখ।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত