কালকিনিতে ইউপি নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

  শফিক স্বপন মাদারীপুর 

প্রকাশ: ১২ জুন ২০২২, ১৯:৩০ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ১৮:৩২

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে মাদারীপুরের কালকিনিতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। প্রতিক বরাদ্দের পর থেকেই প্রার্থীদের প্রচারণায় সরগরম গ্রামীণ জনপদ।  গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে ভোট চাওয়া পাশাপাশি  ভোটারদের কাছে বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন তাঁরা। 

আগামী ১৫ জুন কালকিনি উপজেলার এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর  ইউনিয়ন পরিষদের নির্বাচনে জমজমাট প্রচার প্রচারণা মাঠ। সেই সাথে রয়েছে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে সতন্ত্র প্রার্থীদের প্রচারণায় বাঁধা দেয়া, হামলা ও হুমকি ধামকি দেয়ার অভিযোগ। 

মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউপির অলি-গলি। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। ভোটারদের মন জয় করতে আদর্শের বয়ান শুনিয়ে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। আবার নিজেদের জনপ্রিয়তা ও যোগ্যতা প্রমান করতে নির্বাচন করছেন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা।

 গ্রাম্য আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা-মামলা কবলিত এই দুই ইউনিয়নে এবার নির্বাচন নিয়ে চলছে চুল চেড়া বিশ্লেষণ,  হাটে-বাজারে রাস্ত-ঘাটে চাইয়ের দোকানে প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-সমলোচলার ঝড়। তাই এবার নির্বাচনে বুঝে শুনে শান্তি প্রিয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান তারা। ভোটের আগেই সরকার দলীয় সমর্থকদের বিরুদ্ধে প্রচারণায় বাঁধা দেওয়া, হামলা এমনকি ভোটের সেন্টার দখলের ও হুমকি ভাবিয়ে তুলছে ভোটার ও সতন্ত্র প্রার্থীদের। এবার স¤পূর্ণ অবাধ সুষ্ঠ, নিরেপ¶, ভয়-ভীতিহীন  পরিবেশে, যাতে নির্বিঘেœ ভোটররা তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারে সেই দাবী জানিয়েছেন ভোটারেরা। 

এ ব্যাপার এনায়েতগর ইউনিয়নের সতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, আমি প্রচার প্রচারণায় বের হলে নৌকার প্রার্থী সিরাজুল   ইসলামের সমর্থকরা বাঁধা ও হামলার হূমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। এ ব্যপারে আমিনির্বাচন অফিসে লিখিত অভিযোগ দিয়ে এসেছি। নির্বাচন অবাধ সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে হওয়ার দাবী জানান তিনি।

নৌকার প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। সুষ্ট নির্বাচন হলে নৌকার বিজয় নিশিত বলে জানান তিনি। উপজেলা নির্বাচন অফিসার দীপক বিশ্বাস বলেন, এ বিষয়ে আমরা লিখিত পেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  

উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, আসন্ন কালকিনিতে এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়ন নির্বাচন শতভাগ সুষ্ট ও নিরপে¶ নির্বাচনঅনুষ্টিত হবে। এতে আমাদের পর্যাপ্ত আইন শৃংক্সখলা বাহিনী রয়েছে। অতএব শতভাগ সুষ্ট ও নিরপে¶ নির্বাচনেরজন্য আমরা প্রস্তুত রয়েছি। 

আগামী ১৫জুন এনায়েতনগর ও পূর্ব এনায়েতনগর ইউনিয়ন মোট ২০ হাজার ৬শত ৫০জন ভোটার প্রথম বারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত