কার্যালয়ের বাথরুমে প্রাণিসম্পদ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২১ জুন ২০২২, ১৫:৩৩ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৫, ০২:৫৫

রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দফতরের পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) দুপুরে অফিস সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয়তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওয়ালিউর রহমানের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। চাকরির কারণে তিনি তার দফতরের পাশে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয়তলার একটি রুমে বসবাস করতেন।

অফিস সহায়ক বদিউজ্জামান জানান, সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। এ সময় দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমের ঝর্ণার সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে অন্যরা ছুটে গিয়ে পুলিশে খবর দেয়।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত