বাড়িতে আগুনের পর কনটেন্ট ক্রিয়েটর কাফির আক্ষেপ
‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
![](https://gramnagarbarta.com/assets/images/reporter.png)
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ | আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৮
![](https://gramnagarbarta.com/storage/photos/1/67ac23fec4ba8.jpg)
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লাগা এই আগুন ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন কাফি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আক্ষেপ করে বলেছেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’
এ ঘটনায় সংবাদ সম্মেলন ডেকেছেন কাফি। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কলাপাড়ায় পায়রা সমুদ্র বন্দর জিরো পয়েন্ট সংলগ্ন স্থানে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘আজ সকাল ১১টায় পটুয়াখালীর কলাপাড়ায় আমার পোড়া বাড়িতে সাংবাদিক ভাইদের থাকার আহ্বান করছি। আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেবো। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হবো। আমিই বিপ্লবী সরকার হবো।’
এর আগে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কাফির বাসায় আগুন লাগে বলে জানিয়েছেন কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন। তিনি বলেন, রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত আগুন লাগার স্টেশনে চলে যাই। যাওয়ার পর দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই।
তিনি বলেন, ‘পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনও ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে।’
নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেছেন, ‘আমাদের ঘরটি দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পুরে মারার জন্যই এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি, কিছু নাই। সব শেষ হয়ে গেছে।’
কাফির প্রতিবেশী ওয়ালি উল্লাহ ইমরান অভিযোগ করেন, ‘এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারণ জানালার বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। বাড়ির সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হতে হয়েছে। কোনোরকম জানে বেঁচে গেছেন তারা।
প্রসঙ্গত, নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রজপাড়া দ্বীন-এ এলাহী দাখিল মাদ্রাসার সুপার। তারা দুই ভাই। তিনি করোনাকালে ভাঙা একটি বাড়িতে মশার কয়েল জ্বালিয়ে মাটিতে বসে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে আলোচনায় আসেন। এবছর বইমেলায় তার একটি কবিতার বই নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত