কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৮ জুন ২০২২, ১৯:২১ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১২:৪০

কাউনিয়া উপজেলার ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ ইং অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা বুধবার পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। 

বালাপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলীর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য ও কাউনিয়া মহিলা কলেজের সভাপতি মোছাঃ সেলিনা তালুকদার শিউলি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল জলিল, বিশিষ্ট ব্যবসায়ি আশুতোষ চক্রবর্তী, ইউপি সদস্য আমিরুল ইসলাম পলাশ প্রমূখ। ২০২২-২৩ ইং অর্থ বছরের বাজেট পেশ করেন ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আকরাম হোসেন । বাজেটে সম্ভাব্য রাজস্ব ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৬ কোটি, ৮২ লাখ ৩৪ হাজার,৪০০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬ কোটি, ৮১ লাখ ৭০ হাজার,৯০ টাকা, উদ্বৃত্ত ৫লাখ ৫৬ হাজার,২১৫ টাকা। বাজেট সভায় ইউপি সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ি, শি¶ক, সাংবাদিকসহ সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত