কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধা আজিজ এর রাষ্ট্রিয় মর্যদায়ায় দাফন সম্পন্ন

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি  

প্রকাশ: ২২ জুন ২০২২, ১৯:২৯ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৬:৪৬

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের রেলবাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ কে বুধবার বিকালে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ গত বুধবার ভোরে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বিকালে মিনহাজুর রহমান হেনার চাতালে তাকে রাষ্ট্রিয় সালাম জানান হয়। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুমর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম মোল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম প্রমূখ। রাষ্ট্রিয় সালাম প্রদানের পর জানাজা শেষে কাউনিয়া কেন্দ্রীয় কবর স্থানে তাকে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি ২ স্ত্রী ৩ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত