কাউনিয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাকা বাড়ি পেল ৪০ ভুমিহীন পরিবার

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ১৯:১২ |  আপডেট  : ৩১ ডিসেম্বর ২০২৪, ০১:৪১

মুজিব শতবর্ষ উপলক্ষে রংপুরের কাউনিয়া উপজেলায় ৩য় পর্যায়ে ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যেমে একযোগে সারাদেশে ঘর গুলো উদ্বোধন করেন। পরে কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে ওইসকল ভ‚মিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। এসময় উপস্থিত ছিলেন এডিসি সার্বিক মোঃ গোলাম রাব্বানী, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, রাজু আহমেদ, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মীর হোসেন, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, শিক্ষা অফিসার আঃ হামিদ সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম প্রমূখ।

কাউনিয়ার ইউএনও তাহমিনা তারিন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রতিটি ভুমিহীনও ঘরহীন মানুষকে ভুমি ও ঘর তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সরকার। এরই ধারা বাহিকতায় কাউনিয়া উপজেলায় ৩য় পর্যায়ে ‘ক’ শ্রেণীর ভ‚মিহীন যাদের জমিও নেই বাড়িও নেই এমন ৪০টি পরিবারকে জমি ও ঘর বরাদ্দ দেয়া হচ্ছে। এরপর আরও ঘরের বরাদ্দ আসবে আশাকরি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত