কাউনিয়ায় ঘুর্ণিঝড়ে আহত প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যু
প্রকাশ: ১ মে ২০২২, ০৮:৪৭ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৬:১৮
কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের প্রবীন আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন সর্দার (৬৫) ঘুর্ণিঝড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শুক্রবার ভোরে মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের শ্যামপুর কলেজ পাড়া গ্রামের বাসিন্দা প্রবীণ আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন সর্দার গত ২৬ এপ্রিল মঙ্গলবার রাতে মীরবাগ কদমতলা বাজার থেকে বাড়ী ফেরার পথে আকর্ষিক ঘুর্ণিঝড়ের কবলে পরে। এসময় তার মাথার উপর গাছের ডাল ভেঙ্গে পরে মাথায় প্রচন্ড আঘাত পান। ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শুক্রবার ভোরে তিনি মারা যান। কুর্শা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ তবারক আলী ঘুর্ণিঝড়ে আহত সাহাবুদ্দিন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত