কাউনিয়ায় করোনা কেরে নিল বৈশাখী আনন্দ
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২১, ১৯:৩১ | আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৮:৩৪
১ বৈশাখ বাঙ্গালীর প্রাণের উৎসবের দিন। মহামারী করোনা সব কিছু কেরেনিল। এই দিনটিকে ঘিরে বছর ব্যাপি চলে বিভিন্ন ব্যবসায়ীদের নানা রকমের পন্য তৈরীর আয়োজন। গ্রামে গ্রামে মেলা বসে সেই মেলায় হাজার হাজার মানুষ বিভিন্ন পন্য বিক্রি করে আয় করে সংসার চালায়। শহরের দোকান গুলোতে বাহারী বৈশাখি পোষাক বিক্রির ধুম চলে। এবছর করনা মহামারী ২য় ঢেউ এর কারনে লকডাউনে সকল শ্রেণীর মানুষের স্বপ্ন ভেঙ্গে গেছে।
বালিকা বিদ্যালয় মোড়ের কাপড় ব্যবসায়ী রাম প্রসাদ জানান বছরের যে কয়টি উৎসবের দিন রয়েছে তার মধ্যে ১ বৈশাখে ভাল ব্যবসা হয়। অনেক আশা নিয়ে অপেক্ষা করছিল ব্যবসায়ীরা ১বৈশাখ এর জন্য বৈশাখ আসলো ঠিকই কিন্তু করোনা সব স্বপ্ন কেরে নিল। এবছর করোনার কারনে কাউনিয়ায় ১ বৈশাখের কোন আয়োজন নেই। যে উপজেলা ক্যাম্পাসে থাকতো জসকালো নানা অনুষ্ঠান আজ সেই উপজেলা ক্যাম্পাস জনমানব শূন্য শুনসান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত