তিস্তা পাড়ের মানুষের আকুতি
কাউনিয়ায় কবে বাস্তাবায়ন হবে সরকারের তিস্তা মহা পরিকল্পনা ?
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১৪:৩৭ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০১:১৩
প্রতিবছর তিস্তার ভাঙ্গনে শতশত বাড়ি ঘর আর হাজার হাজার হেক্টর ফসলি জমি তিস্তা নদী গর্ভে বিলীন হয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে নদী তীরের মানুষ। দেশের অর্থনীতিতে পড়ছে এর নেতিবাচক প্রভাব। সৃষ্টি হচ্ছে চরম বৈষম্য।
সরেজমিনে তিস্তা নদী এলাকা ঘুরে সাধারন মানুষের সাথে কথা বলে জানাগেছে, রংপুরের কাউনিয়া উপজেলায় ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নই তিস্তা নদী ভাঙ্গনের শিকার হয়। প্রতিবছর নদী ভাঙ্গন থেকে রক্ষা পেতে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, এমপি, মন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করে কোন ফল পাচ্ছেনা তারা। ফলে দিনদিন এই উপজেলার মানুষ দরিদ্র থেকে অতিদরিদ্রে পরিনত হচ্ছে। সৃষ্টি হচ্ছে চরম বৈষম্য। ২০১৫ সাল থেকে নদী তীরবর্তী মানুষ গুলো নিজেরা এবং তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ব্যানারে বহুবার বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে কিন্তু তাদের ভাগ্যের কোন উন্নয়ন হয় নি। এই উপজেলায় তিনজন মন্ত্রী বলেগেছেন তিস্তার ভাঙ্গন রোধে ব্যাবস্থা নিবেন কিন্তু সেই আশ্বাসের বাণী এখনও নিরবে কাঁদে। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর একটি ঘোষনায় আশায় বুক বেধেছে তিস্তা পাড়ের মানুষ, সেটি হচ্ছে ১২ হাজার কোটি টাকা ব্যায়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে সেই পরিকল্পনার বাস্তবায়নের কোন লক্ষন এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তিস্তা পারের নিবারন জানান, ‘হামরা খালি শুনি গেইনো, হামার তিস্তা নদীত ম্যালা কাম হইবে, কোনদিন হইবে কায়ও কবার পায় না। হামারগুলার সগকিছু নদী গিলি খাইলে,আর কোন দিন করবে সরকার’। শিক্ষক মোস্তাফিজার জানান, আমরা ৬দফা দাবি জানিয়ে আন্দোলন করছি, এখন যদি সরকার বাহাদুরের কর্নপাত হয় তবে নদী পাড়ের মানুষ গুলোর ভাগ্যের পরিবর্তন আসবে, দুর হবে বৈষম্য।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন জানান, মাননীয় বাণিজ্যমন্ত্রীকে নদী ভাঙ্গনের বিষয়ে অবগত করেছি, আশা করছি কাজ হবে। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া জানান, নদী ভাঙ্গনের হাত থেকে সাধারন মানুষ কে রক্ষা করতে তার ব্যাক্তিগত তহবিল থেকে অর্থ দিয়ে তিস্তা সেতা এলাকা থেকে মধুপুর পর্যন্ত বাঁশের ছোট ছোট বাঁধ নির্মান করে সাময়িক ভাঙ্গন রোধের চেষ্টা করেছি। আশা করছি সরকার দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে। এলাকাবাসী দ্রুত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত