ঐশ্বরিয়াকে কটাক্ষ রাহুল গান্ধীর, জবাব দিলেন অমিতাভ বচ্চন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০২ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:০১

বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ঐশ্বরিয়া রাই বচ্চনের। শোনা যাচ্ছে, শ্বশুর বাড়ির কারও কারও সঙ্গে মুখ দেখাদেখিও বন্ধ তার। তবে সেসব নিজেদের ব্যাপার। তাই বলে বাইরের মানুষ পুত্রবধূকে কিছু বললে সহ্য করবেন না অমিতাভ বচ্চন। ঐশ্বরিয়াকে নিয়ে রাহুল গান্ধীর কটাক্ষের জবাব দিয়ে সেটাই প্রমাণ করলেন বিগ-বি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি এলাহাবাদের একটি জনসভায় রাহুল বলেন, ‘‘আপনারা কি রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান দেখেছেন? কোনও তফসিলি জাতি, জনজাতির প্রতিনিধিকে দেখতে পেয়েছেন কি?’’ 

এরপর রাহুলকে বলতে শোনা যায়, যারা দেশটাকে চালান তাদের রামমন্দির উদ্বোধনের আমন্ত্রিতের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর ডেকে আনা হয়েছে কাদের? অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চনদের।’’

এরপর নিজের এক্স হ্যান্ডেলে অমিতাভ লিখলেন, ‘‘এখন শুধু পরিশ্রম করার সময়। শারীরিকভাবে তৎপর থাকা....এবং মানসিক ভাবে নম্র থাকা..সব কিছুর জন্য শুধু অপেক্ষা করতে হবে।’’

তবে জনসভায় অমিতাভ-ঐশ্বরিয়াকে নিয়ে রাহুল প্রশ্ন তুললেও মন্দির উদ্বোধন অনুস্থানে উপস্থিত ছিল্রন না তারা। ধারণা করা হচ্ছে সেকারণেই হয়তো বিষয়টি মুখ বুজে সহ্য করেননি সিনিয়র বচ্চন। পুত্রবধূ ও নিজেকে কটাক্ষের জবাব দিলেন বুদ্ধিদীপ্তভাবে। 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত