এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন হালদার গ্রুপের চেয়ারম্যান সাগর হালদার
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১৭:১৩ | আপডেট : ৪ জানুয়ারি ২০২৫, ০৭:০৭
সদ্য প্রকাশিত এস এস সি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ টঙ্গীবাড়ী উপজেলা সহ মুন্সিগঞ্জ জেলার সকল উপজেলার সকল শিক্ষার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হালদার গ্রুপের চেয়ারম্যান ও টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের কৃতি সন্তান সাব্বির হাসান সাগর হালদার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন “সদ্য প্রকাশিত মাধ্যমিক ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ এসব কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের স্বপ্নের সোনালী বাংলাদেশ। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তাঁরা অগ্রণী ভূমিকা পালন করবে।
আর যারা এই পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন তাদের জন্য উপদেশ জীবনে জয় পরাজয় থাকবে, মানুষ পরাজয় থেকে শিক্ষা গ্রহণ করে। জীবনে পরাজিত না হলে প্রকৃত শিক্ষা অর্জন করা যায় না। তাই প্রত্যেক কোমলমতি শিক্ষার্থী ভাই-বোনদের প্রতি অনুরোধ জীবনের জয় পরাজয় থেকে প্রাপ্ত শিক্ষাকে পুঁজি করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গঠনে অংশীদার হওয়া”চরিত্র গঠন জরুরী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত