ঈদ ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে পদ্মা নদী পারাপারের ফেরীর সংখ্যা বৃদ্ধি পেলেও
এবার ঘটলো আরেক দুর্ঘটনা বিদ্যুতের খুঁটিতে ফেরির ধাক্কা
প্রকাশ: ২ মে ২০২২, ১৬:২৫ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ০৪:২৩
এবার বিদ্যুতের খুঁটিতে ফেরির ধাক্কা পদ্মা সেতু নয়, এবার ঈদ যাত্রার সময় বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খেলো ফেরি। এতে একটি এম্বুলেন্সের সামনের অংশ ভেঙে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১ মে) রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে ফেরি ফরিদপুর। পদ্মা সেতুর নিকটে নদীর মাঝে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সাথে ধাক্কা লাগে ফেরিটির।
এ সময় ফেরিতে থাকা একটি লাশবাহী এম্বুলেন্সের সামনের একটি অংশ ভেঙে চুর্নবিচুর্ন হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে।
যাত্রীরা জানান, ঘাট ত্যাগ করার কিছুক্ষণ পরেই পদ্মা সেতুর পাশে নদীর মাঝে থাকা বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে ফেরিটির। এ সময় বৃষ্টি হচ্ছিলো, ফেরি কর্তৃপক্ষ কোনো লাইট ব্যবহার করেনি। আমাদের সর্তকও করেনি। ধাক্কা লেগে যখন ফেরি হেলে পড়ছিলো তখন বেশ আতঙ্কে ছিলাম আমরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার মাঝিকান্দি ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ বলেন, ফেরিটি ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়।
ফেরিটির কোন ক্ষতি হইছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটা আমাদের মেরিন কর্মকর্তার বলতে পারবে।
মাওয়া নদী বন্দরের মেরিন কর্মকর্তা আহম্মেদ আলীর সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত