উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত ২৮ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে
গ্রামনগর বার্তা রিপোর্ট
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৫:৩১ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭
উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের ভেতরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে স্কুল ছুটির সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনায় আহত অন্তত ২৮ জনকে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।
এই দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনও সংখ্যা জানা যায়নি।
সোমবার দুপুরে বার্ন ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে একের পর এক রোগী আসছেন। চিকিৎসকরা দ্রুত তাদের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দিতে তোরজোড় করতে দেখা গেছে।
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন জানান, এই মুহূর্তে প্রচুর রোগী আসছে, এখন কথা বলা যাবে না।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত