ঈদের ছুটির পর প্রাণচাঞ্চল্য বালাবান্ধাস্থলবন্দরে

প্রকাশ : 2025-04-06 19:40:50১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ঈদের ছুটির পর প্রাণচাঞ্চল্য বালাবান্ধাস্থলবন্দরে

টানা আটদিনে ছুটির পর খুলেছে বাংলাবান্ধাস্থল বন্দর। রবিবার (৬এপ্রিল) বন্দরটিতে পন্য ওঠানামা শুরু হয়েছে। গত ২৯ মার্চ ঈদুল ফিতরের ছুটি হলে শনিবার পর্যন্ত বাংলাবান্ধাস্থল বন্দরে পণ্য আমদানী-রফতানী বন্ধ ছিল।একটানা ছুটির পর রবিবার আগের মতো প্রাণচাঞ্চল্য ফিরেছে বন্দরটিতে।তবে পাসপোর্ট ভিসাধারী সাধারণ যাত্রীদের যাতায়াত  ছিল স্বাভাবিক।বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি ও রফতানীকারক গ্রুপের আহবায়ক রেজাউল করিম শাহীন বলেন, ২৯ মার্চ থেকে সরকারি সাপ্তাহিক  ছুটিসহ গতকাল ৫ এপ্রিল পর্যন্ত টানা আট  দিন বন্দটির সকল ধরনের পন্য আমদানী-রফতানী কার্যক্রম বন্ধ ছিল। বাংলাস্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধায় সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আবেদনের পর এবং জাতীয় রাজস্ব বোর্ডের দিক নির্দেশনা মোতাবেক সাপ্তাহিক ছুটিসহ গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা আট দিন বন্দরের আমদানী-রফতানী কার্যক্রম বন্ধ রাখা হয়। এরপর রবিবার থেকে যথারীতি সকল প্রকার পন্য আমদানী-রফতানী শুরু হয়েছে।