ইরানে বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক: মানবাধিক সংগঠন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:০২ |  আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৬, ২০:৩৬

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। রবিবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ  এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এইচআরএএনএ-এর তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহের অস্থিরতায় অন্তত ৪৯০ জন বিক্ষোভকারী এবং ৪৮ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ সময় গ্রেফতার হয়েছেন ১০ হাজার ৬০০ জনের বেশি মানুষ।

উল্লেখ্য, ইরান সরকার কোনও আনুষ্ঠানিক নিহতের সংখ্যা প্রকাশ করেনি। রয়টার্সও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের পর এটিই ইরানের শাসকের বিরুদ্ধে সবচেয়ে বড় গণআন্দোলন। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারকে বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও হত্যা  করা হলে তিনি হস্তক্ষেপ করবেন। তবে এই হুঁশিয়ারি বাস্তব নীতিতে রূপ নেবে কি না, তা স্পষ্ট নয়। 

ট্রাম্পের বারবার হুঁশিয়ারি জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন, ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ভুল হিসাব না করার আহ্বান জানান। তিনি আরও বলেছেন, ইরানে হামলা হলে দখলকৃত ভূখণ্ড (ইসরায়েল) সহ যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্য বস্তুতে পরিণত হবে। 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত