আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৩ জুন ২০২২, ২০:৩৪ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৩:৩৩

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের জন্য মোট সাড়ে ৩০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ১৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে সরকারের বিভিন্ন উৎস থেকে ১৫ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকার সম্ভাব্য আয় দেখানো হয়েছে। রাজস্ব খাতে ৮৯ লাখ ৯০ হাজার টাকার ঘাটতি দেখিয়ে বাজেট উপস্থাপন করেন পৌরসভার মেয়র  তোফাজ্জল হোসেন ভুট্টু। বাজেট অধিবেশনের পুর্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম জোয়াদার, পৌরসভার প্যালেন মেয়র জার্জিস আলম রতন, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষিকা খোরশেদা খানম প্রমুখ। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে মেয়র প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে পৌরসভার সর্বস্তরের নাগরিকের সহযোগীতা কামনা করেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত