আদমদীঘির বিএডিসির সার আত্মসাতকারি কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা
প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১৮:৪০ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১১:৪০
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বিএডিসি সার গুদাম থেকে তিন প্রকারের ৯৪ মেট্রিক টন নন-উরিয়ার সার আত্মসাতকারি কর্মকর্তাকে সাময়িক ভাবে বরখাস্ত করার পর এবার তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এর ফলে ওই কর্মকর্তার অধীনস্থ এক কর্মকর্তার উপড় দোষ চাপিয়ে দিয়ে পার পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে। জানা গেছে, উপজেলার সান্তাহারে অবস্থিত ইউরিয়া এবং নন-ইউরিয়া সারের বাফার স্টক গুদামের বিএডিসি দপ্তরের গুদামরক্ষক ও সহকারী পরিচালক জসিউর রহমান (০২১১৩৫) বিক্রয় মেমো ছাড়াই পটাশ, টিএসপি এবং ডিএপি মিলে মোট ৯৪ দশমিক দুইশ’ মেট্রিক টন সার আত্মসাত করে।
বিষয়টি নিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের দুই সদস্যের টাস্কফোর্স সোমবার সকালে সরেজমিন গুদামের মজুত বাস্তব ভাবে যাচাই কাজ করে ৪৪ দশমিক একশ’ মেট্টিক টন পটাশ সার, ৩১ দশমিক আটশ’ মেট্রিক টন টিএসপি সার এবং ১৮ দশমিক চারশ’ মেট্রিক ডিএপি সারের মজুত ঘাটতি পায়। ওই দিনই বিএডিসি’র পরিকল্পনা বিভাগের উপপ্রধান জামাল উদ্দিন ও জনসংযোগ বিভাগের সম্পাদক মাঈনুল ইসলাম সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর প্রেক্ষিতে গত ১৮জুলাই মঙ্গলবার বিএডিসি’র সচিব মোঃ আশরাফুজ্জামান স্বাক্ষরিত পত্র মোতাকে সান্তাহার বিএডিসি’র গুদাম রক্ষক ও সহকারি পরিচালক(সার) জসিউর রহমান(০২১১৩৫)কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়। এদিকে ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্ত কর্মকর্তা জসিউর রহমান রাতারাতি বগুড়া ও নওগাঁর ডিলারদের নিকট থেকে সার কিনে এনে গুদামজাত করে এবং ঘাটতি নেই মর্মে তার আস্থাভাজন কর্মকর্তা বিএডিসি বগুড়া অঞ্চলের যুগ্ম-পরিচালক কাজেম আলী মাধ্যমে প্রচার চালানোর অপচেষ্টা করে। পাশাপাশি জসিউর রহমার অধিনস্থ কর্মকর্তা আজমেরি খাতুন উপ-সহকারি পরিচালক(বিক্রয়) এর কথায় ওই সার সরবরাহ করেছেন বলে দাবী করেন। কিন্তু কোন কোন উপজেলার কতজন ডিলারকে ওই পরিমান সার সরবরাহ করেছেন প্রশ্নের কোন জবাব দিতে পারেননি। এবিষয়ে আজমেরি খাতুন বলেন, আমার নামে আনা অভিযোগ সম্পূর্ণ কাল্পনিকর ডিলারদের অনুকুলে বরাদ্দপত্র এবং বরাদ্দকৃত সারের মুল্য পরিশোধ বাবদ ব্যাংকের পে-অর্ডার প্রাপ্তি সাপেক্ষে বিক্রয় মেমো ইস্যু করা হয়। বৈধ মেমো ছাড়া কারো কথায় সার সরবরাহ করার কোন সুযোগ নেই। আমার উর্ধতন কর্মকর্তা জসিউর রহমান ওই পরিমান সার কি ভাবে কতজন ডিলার অনুকুলে সরবরাহ করেছেন সেটা তাঁর ব্যাপার। অপর দিকে বিএডিসি’র সচিব আশরাফুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা জসিউর রহমানের বিরুদ্ধে শুক্রবার বিভাগীয় মামলা রুজু করা হয়েছে (মামলা নং ১৬/২৩)।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত