আদমদীঘিতে শিশু মেলা অনুষ্ঠিত

  আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ

প্রকাশ: ২৫ মে ২০২২, ২০:১৪ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ১২:৪২

“শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম(৫ম পর্যায়ে)”শীর্ষক প্রকল্পের আওতায় শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তর,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বগুড়া জেলা অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় আদমদীঘি উপজেলা সদরের শিশু নিকেতন প্রাঙ্গনে বুধবার এ মেলা অনুষ্ঠিত হয়। এলক্ষে বুধবার সকালে বর্নাঢ্য র‌্যালী প্রদক্ষিন করার পর শিশু মেলার উদ্ধোধন করা হয়। 

এরপর আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা অফিসার হযতর আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন,আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ জালাল উদ্দীন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামসুল ইসলাম দেওয়ান, ব্র্যাক জেলা সমম্বয়ক বাবলী সুরাইয়া প্রমূখ। সকাল থেকে বিকেল পর্যন্ত মেলার স্টল গুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা হাতে তৈরী প্রযুক্তিগত বিভিন্ন দিক তুলে ধরেন । এছাড়াও  সাংস্কৃতিক অনুষ্ঠান,কুইজ প্রতিযোগীতা ও চলচ্চিত্র প্রদর্শনী হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত