আদমদীঘিতে বজ্রপাতে যুবকের মৃত্যু
প্রকাশ: ১৭ জুন ২০২২, ২০:০৪ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৯:২৬
বগুড়ার আদমদীঘিতে বাড়ীর পাশে মরিচ ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে জহুরুল ইসলাম (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে বজ্রপাত ও প্রচন্ড বৃষ্টির সময় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোমারভোগ গ্রামের মোসলেম উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম শুক্রবার সকালে বাড়ীর পাশে মাঠে মরিচ ক্ষেতে কাজ করতে যায়। এ সময় প্রচন্ড বজ্রপাত ঘটলে যুবক জহুরুল ইসলাম মরিচ ক্ষেতের মাঠে অজ্ঞান হয়ে পড়ে। ঘটনার কিছুক্ষণ পর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত