আদমদীঘিতে ফসলি জমির মাঠ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  আদমদীঘি (বগুড়া)প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২২, ১৯:৫০ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ১৯:১৪

বগুড়ার আদমদীঘিতে ফসলি জমির মাঠ থেকে খাঁজা প্রামানিক (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার কায়েতপাড়া গ্রামের একটি ফসলি জমির সেচ পাম্পের ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহটি বগুড়া জেলার সোনাতলা উপজেলার মহিচরণ গ্রামের মৃত ধলু প্রামানিকের ছেলে। 

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, নিহত খাঁজা প্রামানিক প্রায় দুই সপ্তাহ আগে পরিবারের সাথে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে আসে।  উপজেলার কায়েতপাড়া গ্রামের ফসলি মাঠের সেচ পাম্প ঘরের পাশে ওই বৃদ্ধের মরদেহটি পড়ে ছিল। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় এক লোক ওই মাঠে গরু নিয়ে বাড়িতে আসার সময় মরদেহটি দেখতে পাশ। এ সময় তিনি স্থানীয় লোকজনদের ডাকলে তারা এসে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ শনিবার রাত ৯ টায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ও পরিদর্শক (তদন্ত) আলমাস আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, নিহতের পরিচয় পাওয়া গেছে। ময়না তদন্ত শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত