আদমদীঘিতে তিন মাদককারবারী গ্রেফতার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৭ মে ২০২২, ১৯:৩৬ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ২২:১৬

বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন,আদমদীঘির সাওইল বাজারের আব্দুল মান্নানের ছেলে জাহিদুল ইসলাম, সান্তাহার রথবাড়ীর হাফিজুর রহমানের ছেলে বজলুর রহমান ও নওগাঁর পিরোজপুর শাহপাড়ার মফিজের ছেলে হাসান। এ ঘটনায়  পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাওইল বাজার এলাকায় সোমবার সন্ধ্যায় এক অভিযান চালিয়ে মাদক কারবারী জাহিদুল ইসলামকে ১শত গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। অপরদিকে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি দল সান্তাহার-তিলকপুর সড়কের ইসবপুর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চালক বজলুর রহামান ও আরোহী  হাসানের নিকট থেকে ৯০ পিচ নেশা জাতীয় ইনজেকশান (এ্যাম্পল) উদ্ধার সহ তাদের গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত তিন মাদক কারবারীকে পুলিশ মঙ্গলবার আদালতে পাঠিয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত