আদমদীঘিতে গৃহবধূর ঝুলন্ত মরহেদ উদ্ধার
প্রকাশ: ১৯ জুন ২০২২, ২০:৫৭ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ২০:৩৩
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মেহা ইয়াসমিন (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৯ টায় নিহতের লাশ উদ্ধার করে বগুড়া মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মেহা ইয়াসমিন উপজেলার সান্তাহার ইউনিয়ন ছাতনী মৃধাপাড়া এলাকার শ্যামল হোসনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়ন ছাতনী মৃধাপাড়ার শ্যামল হোসনের সঙ্গে পাশের এলাকার পাঁচভাগা পাড়ার মোহাম্মদ টিটুর মেয়ে মেহা ইয়াসমিনের ছয় মাস আগে বিয়ে হয়। বিয়ের দুই মাস পর থেকে সংসার জীবনে যৌতুক নিয়ে দুটি পরিবারের মধ্যে কলহ চলছিল। শনিবার সকালে খাবার খেয়ে স্বামী ও শশুর কাজে বেড়িয়ে যায়। এরপর পুত্র বধূকে বাড়িতে একা রেখে এক আত্মীয়ের বাড়িতে যায় শাশুড়ী। বিকেলে শাশুড়ী বাড়িতে ফেরার পর দেখতে পায় নিজ ঘরের তীরের সাথে গলায় দড়ির ফাঁস দেওয়া মৃত অবস্থায় ঝুলছে পুত্রবধূ মেহা ইয়াসমিন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাত তদন্তের জন্য মরদেহটি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক ভাবে মনে হয়েছে আত্মহত্যা। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তিনি আরও বলেন এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত