আদমদীঘিতে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৭ |  আপডেট  : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:২৪

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ গত মঙ্গলবার রাতে সান্তাহার পৌর শহরের ষ্টেশন রোডে বিসমিল্লাহ হোটেলের সামনে সিএনজি ষ্ট্যান্ড থেকে ১ কেজি গাঁজা সহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে। 

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রুস্তম ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের ষ্টেশন রোডে বিসমিল্লাহ হোটেল এর সামনে সিএনজি ষ্ট্যান্ডে ৩ মাদক ব্যবসায়ি গাঁজা কেনা-বেচার জন্য অপেক্ষা করছে। দ্রুত সেখানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নওগাঁ জেলার রাণীনগর উপজেলার খট্রেশ্বর পশ্চিম পাড়া এলাকার সাহাদ আলী সরদারের ছেলে আব্দুল মালেক (১৯), একই এলাকার ফুলচাঁন সরদারের ছেলে বুলেট সরদার (২৮) ও ধনুপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (২৬)। এ ঘটনায় রাতেই আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতদের বুধবার সকালে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত